সোনারগাঁয়ে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি মোগড়াপাড়া ইউনিয়নে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের প্রার্থী সোহাগ রনির অভিযোগ, তার প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী অরিফ মাসুদ বাবুর দাবী, নির্বাচনী পরিবেশ অশান্ত করতে অপচেষ্ঠা চালাচ্ছে একটি মহল। তবে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুদ্ধ আওয়ামী লীগের তৃণমুলের নেতা-কর্মীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবী নৌকা সমর্থকদের।