সোনারগাঁয়ে আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আধারে জমি দখল করারঅভিযোগ করেছেন, ভুক্তভোগীরা। আষাঢ়িয়ার চরের অসংখ্য বাড়িঘর সীমানা প্রাচীর দিয়ে আবদ্ধ করে রাখায় আল মোস্তফা গ্রুপের ইচ্ছেমত চলাচল করতে হয় স্থানীয় বাসিন্দাদের। গেট খুলে দিলে চলাচল অব্যাহত থাকে আর খুলে নাদিলে অপেক্ষার প্রহর গুনতে হয় আষাঢ়িয়ার চরের বাসিন্দাদের। এমন করিডোর অবস্থা থেকে মুক্তি চান ভুক্তভোগীরা।