আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় ক্ষোভে দল থেকে পদত্যাগ করেছেন মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। সোমবার সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষনা দেন তিনি। বাবু বলেন, দল তার কাছ থেকে যেটুকু প্রত্যাশা করে ভবিষ্যতে তিনি তেমন কিছু দিতে পারবেন না তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে যথাযথ প্রক্রিয়ায় পদত্যাগ পত্র জমা না দেয়ায় দলীয়ভাবে তা গৃহীত হয়নি বলে জানান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া।