আন্টার্কটিকাকে বলা হয় বরফের মরুভূমি। এ মহাদেশের একটি বরফের টুকরো বাংলাদেশের আয়তনের সাড়ে তিনগুনের চেয়েও বড়.! পৃথিবীর সবচেয়ে শীতলমত এ মহাদেশের চারপাশে দক্ষিন মহাসাগর এবং কুমেরুর সন্নিকটে হওয়ায় ৯৮ শতাংশ জায়গা সবসময় বরফে আচ্ছাদিত থাকে। ২৩০ প্রজাতির প্রানী স্থায়ীভাবে বসবাস করলেও কোন মানুষ সেখানে বসবাস করতে পারেনা।
বরফের মরুভুমি আন্টার্কটিকার একটি টুকরো বাংলাদেশের আয়তনের তিনগুনের বেশী.!
RELATED ARTICLES