ব্রাহ্মনবাড়িয়ায় একমাত্র কুরআনিক বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছেন মিশরের বিশ্ববিখ্যাত ক্বারী আব্দুল বাসেতের ছেলে ক্বারী ইয়াসির আব্দুল বাসেত। বাংলাদেশী হাফেজরা সুমধুর কন্ঠে তেলাওয়াতের মাধ্যমে বিশ্বের ১০৩টি দেশকে পেছনে ফেলে হিফজুল কোরআন ও কেরাত প্রতিযোগীতায় শীর্ষ স্থান দখল করায় ভূয়সী প্রসংশা করেন তিনি। কুরআনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় ভবিষ্যতে আরও অধিক সংখ্যক হাফেজ তৈরি হবে বলে মনে করেন ইয়াসির আব্দুল বাসেত। পবিত্র ধর্ম ইসলাম সারাবিশ্বে ছড়িয়ে দিতে বাবার মত কাজ করে যাবেন বলেও জানান সুমধুর কন্ঠে কোরআনুল কারিম তেলায়াতকারী ইয়াসির বাসেত। ধর্ম প্রচার করতে বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশের প্রতি সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।